খেলাঘরখেলাঘর

বলো তো দেখি কী:

১.   গোল মন্দিরে শিব প্রতিষ্ঠা, মাথায় কিরণ জ্বলে,
বাইরে থেকে দেবদর্শন, নীচেয় পুকুর চলে।

২.   জ্ঞানের যেথায় অন্ত হয়, সেথায় যেতে হলে,
বিলয় হতে নেইকো দেরী,দ্বিতীয় অক্ষর গেলে।

৩.  কাজ আছে প্রথম দুইয়ে,শেষের দুইয়ে জীবন,
যদি ও হয় অঙ্গশোভা, তিনে কালো বরণ।

৪.  জলশূন্য মাঝখানে, যদি ও আমি ফল.
আগেপিছে জালের আভাস,নামটি ভেবে বল।  

৫।  সময় আমি আদি অন্তে‌ ,আদি পাখির ডাক,
তিনে মিলে দুর্বল বড়, পথেই  বসে থাক ।

(উত্তর পরের পাতায়)

 

ডঃ জি সি ভট্টাচার্য
বারানসী, উত্তরপ্রদেশ

 

 

ডঃ জি.সি.ভট্টাচার্য ভূগোল নিয়ে পড়াশোনা করার পরে অধ্যাপনা শুরু করেন। কর্মসূত্রে বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শখ নিজের দেশে ভ্রমন, লেখালিখি, বইপড়া ও নতুন বন্ধুদের সাথে পরিচয়। অনেক পত্র পত্রিকায়-প্রিন্ট ও ই-মাধ্যমে-গল্প, কবিতা,প্রবন্ধ বাংলা, হিন্দী ও ইংরাজিতে ছাপা / প্রকাশিত হয়েছে। ছোটদের জন্য কিছু লেখা –ধাঁধা, ছড়া, গল্প ভারতের ও বাংলাদেশের পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে থাকে।