খেলাঘরখেলাঘর


 
৪. দৈত্যের জাঙাল (Giant’s Causeway)

দৈত্যের জাঙ্গাল
উত্তর আয়ারল্যান্ডের আনত্রিম কাউন্টির সমুদ্রতীরে প্রায় ৪০০০০ পরস্পর আলিঙ্গনাবদ্ধ ব্যাসল্ট (এক ধরনের আগ্নেয়গিরিজাত শিলা) স্তম্ভ দেখা যায় | এই বিশাল ব্যাসল্ট স্তম্ভ গুলি এমন ভাবে সাজানো আছে যা দেখলে মনে হয় কোনো বিরাট দৈত্য যেন একটা অত্যাশ্চর্য আল রাস্তা তৈরী করেছে | পাহাড়ের নিচ থেকে শুরু হয়ে এই ব্যাসল্ট স্তম্ভ গুলি সমুদ্রের জলের মধ্যে চলে গিয়েছে | বেশিরভাগ স্তম্ভ গুলিই ষড়্ভুজাকার, তবে কিছু কিছু অষ্টকোণী বা পঞ্চকোনি স্তম্ভ দেখা যায় | স্তম্ভ গুলি প্রায় ১০ থেকে ১২ মিটার উঁচু, আর কিছু জায়গায় এই ব্যাসল্ট লাভা স্তর প্রায় ২৮ মিটার পুরু হয়ে গেছে | প্রায় ৫০-৬০ মিলিয়ন বছর আগে এই অঞ্চলে তীব্র অগ্ন্যুত্পাত হয়েছিল | সেই সব লাভা জমে আগ্নেয় শিলা তৈরী হলো | লাভা জমার সময় খাঁজে বিভক্ত হয়ে এই ধরনের স্তম্ভ তৈরী হয়েছে | এটি ১৯৮৬ সালে ইউনেস্কো দ্বারা একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয় | এই স্তম্ভ গুলি নিয়ে অনেক ধরনের আইরিশ কিংবদন্তি প্রচলিত আছে |
 
৫. অরোরা বোরিয়ালিস বা সুমেরুপ্রভা

উচ্চ অক্ষাংশ (আর্কটিক এবং দক্ষিণ মেরুদেশীয়)অঞ্চলের আকাশে এক ধরনের প্রাকৃতিক আলো দেখা যায় যা দেখে তুমি অবাক হয়ে যাবে | মনে হবে আকাশে কিছু রং-বেরঙ্গের ধোঁয়া উঠছে বা পর্দা ঝোলানো আছে | আসলে আমাদের বায়ুমণ্ডলের ওপরের দিকের স্তরে বৈদ্যুতিক কারণে কিছু ঋণাত্মক আর ধনাত্মক চার্জ যুক্ত কণা তৈরী হয়ে যায় | এই সব কনা গুলির মধ্যে ঘর্ষণ হয়ে বিভিন্ন রঙের আলো উত্পন্ন হয় যা আমরা রাতের আকাশে দেখতে পাই | একে সুমেরুপ্রভাও বলা হয় | পৃথিবীর বাইরে যে সব উপগ্রহ ঘরে, তার থেকেও এই সুমেরুপ্রভার ছবি তলা হয়েছে |
 
     
লেখাঃ
ইন্দ্রনীল ভট্টাচার্যি
ভূতত্ববিদ
উলানবাটার, মঙ্গোলিয়া


ছবিঃ
ইন্টারনেট

ইন্দ্রনীল ভট্টাচার্য্যি ফলিত ভূতত্ব নিয়ে পড়াশোনা করেছেন। পেশায় ভূতাত্বিক হলেও আসল নেশা ফটোগ্রাফি এবং লেখালিখি। কাজের সূত্রে ঘুরে বেড়িয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তে, অস্ট্রেলিয়া এবং মঙ্গোলিয়ায়। ভূতাত্বিক হওয়ার সুবাদে প্রকৃতির নিত্য পরিবর্তনকে এবং ক্রিয়া-প্রক্রিয়াকে সহজে অনুভব এবং বিশ্লেষণ করেন।