খেলাঘরখেলাঘর

সবুজ পাতা আঁকতে জানি

একটি ফড়িং ধরতে জানি
প্রজাপতির রঙিন পাখা পড়তে জানি
গাছের অবুঝ সবুজ পাতা আঁকতে জানি
হাঁসের ছা-কে খালের লোদও মাখতে জানি
ধরতে  জানি শাপলা ফোটার বিলও
    রঙিন ডানার চিলও
পড়তে জানি নদীর ভাষা
অবাক করা যদির ভাষা
বুঝতে পারি অবুঝ শিশুর দিলও।

যা ক্ষতিকর রাস্তা থেকে তুলতে পারি
ভাবনা মনে মন্দ যা তা ভুলতে পারি
জ্ঞান সাধনায় প্রশ্নজটও খুলতে পারি
দোলনাতেও দুলতে পারি অলস দুপুরবেলা
সুস্থ্য-সবল শিশু হতে খেলতে পারি সবাই বিকেলবেলা।

 

বাংলাদেশের কবি-সাহিত্যিক মনসুর আজিজ আশির দশক থেকে লেখালিখি করছেন। সাংবাদিকতা আর শিক্ষকতার অভিজ্ঞতার পরে, বর্তমানে উর্ধতন মূখ্য কর্মকর্তা হিসেবে কাজ করছেন একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে। বসবাস করেন ঢাকার মিরপুরে। তাঁর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে অনেকগুলিই কিশোরদের জন্য লেখা কবিতা, ছড়া, গল্প এবং উপন্যাস।

More articles from this author