
সকালবেলা অঞ্জলি আর ভোগের লুচি, পায়েস,
খিচুড়ি আর পাঁপড়ভাজা খেয়ে কর আয়েস।
ঠাকুর দেখতে যেতে পারলে হত বড় ভাল,
কিন্তু মেঘে ঢেকে দেখি আকাশ হল কালো-
মা দুগগা দেখছ নাকি কাটছে পুজোর সুর-
সাইক্লোন ফেলিন কি তোমার নতুন অসুর?

সকালবেলা অঞ্জলি আর ভোগের লুচি, পায়েস,
খিচুড়ি আর পাঁপড়ভাজা খেয়ে কর আয়েস।
ঠাকুর দেখতে যেতে পারলে হত বড় ভাল,
কিন্তু মেঘে ঢেকে দেখি আকাশ হল কালো-
মা দুগগা দেখছ নাকি কাটছে পুজোর সুর-
সাইক্লোন ফেলিন কি তোমার নতুন অসুর?