সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

ভয়াবহ সংক্রামক ভাইরাস কোভিড -১৯ এর কবলে নাজেহাল সারা বিশ্ব। ভারতও অন্যতম আক্রান্ত একটি দেশ। আমাদের জনবহুল দেশে এতখানি সংক্রামক একটি রোগের মোকাবিলা করার জন্য প্রথম সারির যোদ্ধারা হলেন ডাক্তার, সাফাইকর্মী আর পুলিশকর্মীরা। সঙ্গের ছবিটিতে এঁদেরই শ্রদ্ধা জানিয়েছে আমাদের বন্ধু স্নেহা। এঁদের সবার সঙ্গে সহযোগিতা করে নিয়মাবলী মেনে চলে আমরা নিশ্চয়ই আমাদের দেশ তথা পৃথিবীকে এই সংক্রামক রোগের কবল থেকে রক্ষা করতে পারব।

ছবি এঁকেছেঃ
স্নেহা নন্দী,
ষষ্ঠ শ্রেণী,
কৃষ্ণনগর হলি ফ্যামিলি গার্লস হাই স্কুল

ছবির সঙ্গে ভাবনাঃ ইচ্ছেকলম

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা