খেলাঘরখেলাঘর

বন্ধু পাতানো
 
ফুরুত ফারুত উড়ছে চড়ুই
বসছে গাছের মগডালে,
'এ্যাই পাখিটা, করছোটা কি
পড়া ফেলে সক্কালে!

তোমায় বুঝি মা বকে না
করতে হয় না হোমটাস্ক,
আন্টি বুঝি এমনি এমনিই
দিয়ে দেয় ফুল-মার্কস্‌ !

তোমার তো ভাই ভারি মজা
খেলে বেড়াও সারাটা দিন !
আমার তুমি বন্ধু হবে?
খেলবো দু'জন ছুটির দিন।'


সুমন কুমার নায়েক
বোলপুর, বীরভূম