খেলাঘরখেলাঘর

মজার পাতা

বল তো দেখি কী ?

১.আদিবিহনে সমূহ,অন্তহীনে যাবে বাদ,
তিনে মিলে তৃষিতের , পূর্ণ করি সাধ ।


২. চল যাই আগেপিছে, অস্থির হইয়া,
মাথাহীন অন্চলেরে,সঙ্গেতে লইয়া ।

৩. চার অক্ষরে নাম তার,মাঝের দু’ অক্ষর বাদে,
রঙের নামই বোঝাবে ভাই, যতই পড় ফাঁদে,
পার্বত্য অন্চল ঘোর বিপদ সঙ্কুল,
বেজেছিল রণডঙ্কা, কি নাম তা বল ।

৪. চমকিয়া উঠিও না, অর্দ্ধ    করো ত্যাগ,
আবৃত্তি করিয়া তারে, লও মিষ্টান্নের ভাগ ।

৫. অর্ধভাগে জনগণ, শেষেতে মালিক,
সুন্দর পতঙ্গ চারে, সৃষ্টির প্রতীক ।