খেলাঘরখেলাঘর

বাঁচি ছেড়ে হাঁফ

কালকে রাতে ঘুম ভেঙেছে হঠাৎ কিসের ডাকে
তাকিয়ে দেখি দাঁড়িয়ে কে যে দুই গরাদের ফাঁকে
ড্যাবড্যাবিয়ে তাকিয়ে আছে আমার দিকে চোখ
ভেবেছিলাম হয়তো বুঝি অচেনা এক লোক ।
লোকটা কোথা ? দাঁড়িয়ে সেথা একটা পাজি শেয়াল
যেই ভেবেছি তাড়িয়ে দেব হঠাৎ এলো খেয়াল
লাঠি কোথায় ? তাড়াই কিসে ? রাত যে এখন দুপুর !
দুচোখ মুছে তাকিয়ে দেখি আমার পোষা কুকুর
দুইপা তুলে দাঁড়িয়ে আছে সজল করুণ চোখে
ভাবছি যখন দরজা খুলে জড়িয়ে ধরি বুকে
আস্ত কুকুর মেকুর হয়ে বাইরে দিল লাফ
স্বস্তিতে শ্বাস ফেলে তখন বাঁচি ছেড়ে হাঁফ ।

 

জামাল ভড়
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা