খেলাঘরখেলাঘর

আমার গরমে ছুটি


আমি মধুরিমা। এবারের গ্রীষ্মের ছুটি আমি একটু অন্যভাবে কাটিয়েছিলাম। প্রথমেই আমার স্কুলের রবীন্দ্র জয়ন্তীতে আমি নাচ করলাম। তারপর সত্যজিত রায় পার্ক থেকে আমাকে রবি ঠাকুরের জন্মদিনে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আমি "সুরের গুরু" গানটি গেয়েছিলাম। এবারে আমার মায়ের স্কুলে গ্রীষ্মকালীন ক্যাম্প হয়েছিল। সেখানে আমি নাচের ও ক্লে মডেলিং এর ক্লাস করেছিলাম। সেখানে মাটি দিয়ে নানারকমের পাখি, জন্তু আর অন্য অনেক জিনিষ তৈরি করেছিলাম। এছাড়া বি পি টাউনশিপের কো-অপারেটিভের ফোরাম, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য , আমাকে নৃত্যে অংশগ্রহনের জন্য নির্বাচিত করে। আমি সেই অনুষ্ঠানে 'গীতাঞ্জলি' নৃত্যনাট্যে অংশগ্রহণ করেছিলাম। সেই অনুষ্ঠানটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 'ডঃ ত্রিগুনা সেন' হলে হয়েছিল। এছাড়া আমাদের বৈষ্ণবঘাটা উপনগরীতে প্রতিবছর লোকসংস্কৃতি মেলা বসে।সেখানে আমি গান ও নাচে অংশগ্রহণ করেছিলাম।

 

মধুরিমা

 

 
মাঝে মাঝে দুপুরবেলায় বসে অনেক ছবিও এঁকেছি। বিকেলবেলা বন্ধুদের সাথে খেলাধূলা করতেও ছাড়িনি। একদিন সব বাড়ির বন্ধুরা মিলে চাঁদা তুলে খাওয়া-দাওয়া করেছি। সব কিছুর মধ্যে পড়াশোনাও বাদ দিইনি। কারণ, ছুটির পর স্কুল খুললে আমার পরীক্ষা শুরু।



আঁকা ও লেখাঃ
মধুরিমা গোস্বামী
ষষ্ঠ শ্রেণী
ওয়েল্যান্ড গোল্ডস্মিথ স্কুল, পাটুলি