খেলাঘরখেলাঘর

ব্যাং বুড়ির গপ্পো

 

ব্যাঙ বুড়ি গো ব্যাঙ বুড়ি
গল্প তুমি জানো?
রাজকন্যা রাজপুত্তুর
আর দত্যি-দানো

ফোকলা হেসে বললে বুড়ি
-জানি,জানি,জানি,
লালকমল নীলকমল
আর রাক্ষসী-রানি

এই না বলে হাই তুলে সে
চোখটি দিল বুজে;
দুই কানে দুই পদ্ম ডাঁটি
আপনি দিল গুঁজে

আমি বললাম গল্প বল
ঘুমিয়ে গেলে নাকি?
বলল তেড়ে দুর হয়ে যা
খালি পড়ায় ফাঁকি।

 

দ্বৈতা গোস্বামী
গুরগাঁও, হরিয়ানা

দ্বৈতা হাজরা গোস্বামী বর্তমানে বেঙ্গালুরর বাসিন্দা। গবেষণা করছেন বৈদিক সাহিত্য নিয়ে। ভালোবাসেন কবিতা ও ছোটগল্প লিখতে , ছবি আঁকতে, যে কোনো সৃষ্টিশীল কাজে ডুবে থাকতে, আর ছোটদের সঙ্গে সময় কাটাতে।