খেলাঘরখেলাঘর

পক্ষীরাজ

উড়ে উড়ে চললি কোথায়
ওরে আমার পক্ষীরাজ?
বেশ তো ছিলি ঘরের মাঝে
নীল আকাশে তোর কি কাজ?
বেশ তো ছিলি খেলনা হয়ে
পুতুলগুলোর সাথে,
যখন খুশি তখন তোকে
নিতাম তুলে হাতে
গায়ে দিতাম নীল কাপড়ে
চুমকি জরির রঙ্গীন কাজ;
পুতুলগুলো কাঁদছে ভীষণ
আয় না ফিরে পক্ষীরাজ
মেঘের ঢেউ এ খেলা করে
বিকেল হলেই আসবি ফিরে
পুতুল গুলোর বিয়ে দেব
আনন্দে তুই করবি নাচ।

দ্বৈতা গোস্বামী
ব্যাঙ্গালোর, কর্ণাটক

দ্বৈতা হাজরা গোস্বামী বর্তমানে বেঙ্গালুরর বাসিন্দা। গবেষণা করছেন বৈদিক সাহিত্য নিয়ে। ভালোবাসেন কবিতা ও ছোটগল্প লিখতে , ছবি আঁকতে, যে কোনো সৃষ্টিশীল কাজে ডুবে থাকতে, আর ছোটদের সঙ্গে সময় কাটাতে।