খেলাঘরখেলাঘর

মজার পাতা

বলো তো দেখি কী—


   
    ১. বকা ঝকা হবে সারা, পেট কাটা গেলে,
        শুধুই হবে তো বলা, শেষ চলে গেলে।।
   
    ২. প্রথমার্দ্ধে রাজনের, আছে দেহ পদহীন
        আদি অন্তে তবু রাগ, চারে মিষ্টান্ন মহান।।
   
    ৩. তিন অক্ষরে সুমিষ্টান্ন, শেষে গুপ্ত দেশ,
        সন্দেহের শেষ নেই, আগেতে  বিশেষ।।
   
    ৪. সম্পদদায়িনী তিনে, মধ্যহীনে ফল,
        অন্তহীনে হয় কম, নাম দেখি বল।।
   
    ৫. সাধ যখন ওঠে জেগে, মতীর মনেতে,
        চারিবর্ণে সুবিখ্যাত, চেনে জনে জনে।
   

ডঃ জি.সি.ভট্টাচার্য ভূগোল নিয়ে পড়াশোনা করার পরে অধ্যাপনা শুরু করেন। কর্মসূত্রে বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শখ নিজের দেশে ভ্রমন, লেখালিখি, বইপড়া ও নতুন বন্ধুদের সাথে পরিচয়। অনেক পত্র পত্রিকায়-প্রিন্ট ও ই-মাধ্যমে-গল্প, কবিতা,প্রবন্ধ বাংলা, হিন্দী ও ইংরাজিতে ছাপা / প্রকাশিত হয়েছে। ছোটদের জন্য কিছু লেখা –ধাঁধা, ছড়া, গল্প ভারতের ও বাংলাদেশের পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে থাকে।