সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
তাঁহার বাড়ি চেনো না ভাই?
এসো, বোসো, রাস্তা চেনাই।

আমার বাড়ির ছাতের থেকে       দেখবে পথটা গেছে বেঁকে
ঠিক দু’দিকে
ডাঁয়ের পথটা আলতো ছেড়ে       বাঁয়ের পথে মাইল দেড়েক
পূর্ব দিকে-
মাঠের শেষে আখড়া বাড়ি       ভিম পালোয়ান, বদের ধাড়ি!
সামলে চোলো!
নেহাত যদি ধরতে আসে বুক কেঁপে যায় খুব তরাসে
নামতা বোলো!


সেই আখাড়ার বাঁদিক ঘেঁষে       নদীর পাড়ে দু’বার কেশে
ডাক শুনিয়ো
তেনার যদি জবাব মেলে       নজরানা যা এনেছিলে
সাজিয়ে দিয়ো।
তাইতে যদি তালের ডগায়       টপ্পা ধরেন সাধা গলায়
মশাই র‍্যাভেন,
কুচকুচে তার ন্যাজের পালক       একটি চেয়ো, বুঝলে বালক?
হয়তো দেবেন!


সেইটে নিয়ে কানের পাশে       সুড়সুড়ি চাই ফাগুন মাসের
দুপুরবেলা
দেখবে কত ‘কাকা’ ধ্বনি       বলবে তোমায়, নামটা শুনি!
কাদের পোলা?
যা বলবে,তা গুছিয়ে বোলো       ভুল হলে ভাই মাথার বেলও
চিমনি ছ্যাঁদা
আর যদি ভাই মনে ধরে       দেখবে কেমন আদর করে
ডাকবে- দাদা!


ডানায় তুলে সবাই মিলে       সাতসমুদ্দুর তেরো টিলে
পার্টি হবে
বাসায় রাজার তিনটি ছানা       চ্যাঁ ভ্যাঁ আর কষ্টিসোনা
গান শোনাবে
গপ্প সেরে ফিরবে যখন       যা পেলে ভাই মানিকরতন
তুমিই রেখো।
আমায় দিয়ো পালকখানা       কী বললে ভাই? তাও দেবেনা?
বেশ!মনে রেখো!

 

গ্রাফিক্সঃ মহাশ্বেতা রায়

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা