সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

ওই দ‍্যাখো মা লেজঝোলা সেই পাখি
জানলা দিয়ে আসার জন‍্য
করছে ডাকাডাকি ।
দাও তো খানিক সরষেদানা
ছড়িয়ে দিলেই ভাসিয়ে ডানা
ঢুকবে আমার ঘরে ।

— "তারপরে, তারপরে ?"

আচ্ছা দাঁড়াও, বলছি তবে শোনো
ওই পাখিটা ধরে
খাঁচার ভিতর রাখবে না কক্ষণো
ঢুকলে ঘরে আসন দেবে পেতে
কাঁসার নতুন বাসন দেবে খেতে;
তখন পাখি বলবে আমায় এসে —
"গেলে কারোর বাড়ি
সে যদি না খাঁচায় পোরে
তাকে আমি অনেক অনেক
গান শোনাতে পারি ।
ভোরবেলাতে ডাক দিয়ে যাই তাকে
বলি, ওঠো দেখবে এসো
নতুন আকাশটাকে ।"

"দাও না মাগো একটি মুঠো
চাল কিম্বা ধান
পাখির গলায় শুনব আমি
আকাশ ছোঁয়ার গান" ।

জন্ম থেকে দীর্ঘদিন প্রবাসে থাকার জন্য বাংলা বই পড়ার তেমন সুযোগ পাননি । ইঞ্জিনিয়ারিং পেশার মানুষ । ২০০০ সালে ছোটদের জন্য লেখায় হাতেখড়ি ৪৮ বছর বয়সে ।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা