সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
পাখি

রঙবেরঙের পাখি―
ভোর না হতেই জোর কলরব,
তুমুল ডাকাডাকি।
গাছের ছায়া, সুরের মায়া
দু'য়ের মাখামাখি ।
ডালে ডালে পত্রশাখায়
মিষ্টিমধুর সুর খেলে যায়―
এ হেন সুখ কোথায় আমি রাখি!

খানিক পরেই মেলবে ডানা
খুঁজতে যাবে খাবার দানা
তারপরে ফের ফিরবে গাছে
ঘেঁষবে সবাই এ ওর কাছে,
কিচিরমিচির তর্ক সেরে
বসবে আলোচনায় —
"কেমন করে করবে বিহিত
বিপদ যদি ঘনায়!"

হাওয়ায় জলে বিষ ছড়িয়ে
নদী-পাহাড় কিম্বা বনের
গাছ কেটে আর আগুন দিয়ে
মানেটা কী উন্নয়নের —
পায় না ভেবে তাদের বিবেচনায়।

দোয়েল শালিখ ময়না টিয়ে
চিন্তিত খুব বিপদ নিয়ে
মানুষজনের দৌরাত্মিপনায়।

জন্ম থেকে দীর্ঘদিন প্রবাসে থাকার জন্য বাংলা বই পড়ার তেমন সুযোগ পাননি । ইঞ্জিনিয়ারিং পেশার মানুষ । ২০০০ সালে ছোটদের জন্য লেখায় হাতেখড়ি ৪৮ বছর বয়সে ।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা