সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
রবীন্দ্রনাথ ঠাকুর

[আবির্ভাবঃ ৭ই মে ১৮৬১, ২৫ বৈশাখ ১২৬৮
তিরোধানঃ ৭ আগস্ট ১৯৪১, ২২ শ্রাবণ ১৩৪৮]

বিশ্ব ডাকে 'বিশ্বকবি', আমরা 'কবিগুরু' —
কলকাতারই জোড়াসাঁকোয় শৈশব তাঁর শুরু ;
পিতা ছিলেন 'দেবেন্দ্রনাথ', 'সারদা দেবী' মাতা,
ছোট্ট থেকেই কবিতাতে ভরতো যে তাঁর খাতা ।
তারপরে তো গল্প-নাটক-নভেল-ছবি-ছড়া-য়
কাব্যে-গানে প্রতিভা তাঁর দিগ্বিদিকে ছড়ায় ।
ছড়ায় সারা ভুবনে তাঁর মানবতার গান —
পৃথিবী তাই 'নোবেল' দিয়ে জানালো সম্মান ।
স্বদেশ-ব্রতে মহান তিনি 'নাইট' ত্যাগ ক'রে,
শান্তিনিকেতনেই তাঁর সৃষ্টি আছে ভ'রে ;
জাতীয় সঙ্গীতের রূপে তাঁর গানই তো বাজে —
থাকবে যে তাঁর আসন পাতা বিশ্বলোকের মাঝে ।।

ছবিঃ ইন্টারনেট

পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার । অথচ তাঁর আকৈশোর সঙ্গী সাহিত্য ও সংস্কৃতিকে অবলম্বন করেই তাঁর বেঁচে থাকা । তাই একাধারে অসংখ্য পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকা ছড়া, কবিতা ও গল্পের পাশাপাশি বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়ে চলা নাটক ও নৃত্যনাট্য রচনা, সুরারোপ ও সঙ্গীত পরিচালনার মাধ্যমে তাঁর সৃজনশীলতার নিত্য প্রকাশ।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা