সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

বৃষ্টি রে তুই দুষ্টু ভারি তোর গলাতে সেই চেনা সুর
ঘরের ছাদে গাছের পাতায় বাজছে রে তোর পায়ের নূপুর।
বৃষ্টি কোথায় পেলি এ গান? বল না বৃষ্টি বল না আমায়
একলা যখন কাঁদে এ মন তোর গানে সেই কান্না থামায়।

বৃষ্টি রে তুই থাকিস কোথায়? আকাশ পারে মেঘের দেশে?
কি আছে সেই অচিন দেশে বল না বৃষ্টি মিষ্টি হেসে।
টিপ টিপ টিপ বৃষ্টি রে তুই ঝর না এখন অঝোর ধারায়
রিম ঝিম ঝিম নূপুর বাজে, তোর সুরে এই মনটা হারায়।

বৃষ্টিরে আর কেউ না বুঝুক, তুই তো বুঝিস মনটা আমার
তোর সুরে আজ উঠছে বেজে বাউল মনে ধ্রুপদ ধামার।
মনটা যে চায়, যাই চলে যাই তোর সাথে আজ অনেক দূরে
নদী-পাহাড়-বন পেড়িয়ে, নতুন দেশে অচিন পুরে।

সেই দেশে এক দুঃখী মেয়ে আমার মতই একলা ভারি
সবাই তাকে ভুল বুঝেছে, তার সাথে ভাই দিস না আড়ি।
রিম ঝিম ঝিম গানটা গেয়ে আমার কথা বলবি তাকে
মনে আমার কষ্ট কত বুঝিয়ে দিস গানের ফাঁকে

বৃষ্টি আমি সে দেশ যাব রিম ঝিম ঝিম গানের সুরে
চল না বৃষ্টি চল না নিয়ে সেই দেশে সেই অচিন পুরে...


ছবিঃমহাশ্বেতা রায়

সুদীপ্ত বিশ্বাস কবিতা লিখতে ভালবাসেন। বিভিন্ন পত্র-পত্রিকাতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। পেশায় সরকারি কর্মচারী, রানাঘাটের বাসিন্দা সুদীপ্ত একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা