সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

ডিডং ডিডং মজার দেশে সব কিছু অদ্ভুত
মানুষগুলো গাছে চড়ে, হেঁটে বেড়ায় ভূত।
কোনও পাখির নেই তো ডানা, গাছগুলো সব ওড়ে
পাহাড়গুলো ছুটতে পারে ট্রেনের চেয়েও জোরে ।
বাঘগুলো সব ঘাস খায় আর ভয়ে ভয়ে থাকে
হরিণগুলো যখন তখন হালুম হুলুম ডাকে।
দিনের বেলা চাঁদের আলো, আকাশ জুড়ে তারা
সমুদ্রটা সমান তো নয়, খুব উঁচু আর খাড়া।
নদীগুলো সাগর থেকে পাহাড় খুঁজতে যায়
পাহাড়গুলো দিন দুপুরে শিষ দিয়ে গান গায়।
কিন্তু ডিডং ডিডং দেশটা একটা দিকে ভাল
সাদাকে সব সাদাই বলে, আর কালোকে কালো।
ডিডং লোকের মুখের কথা মনের কথা হয়
ডিডং দেশের কোনও মানুষ মুখোশধারী নয়।

সুদীপ্ত বিশ্বাস কবিতা লিখতে ভালবাসেন। বিভিন্ন পত্র-পত্রিকাতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। পেশায় সরকারি কর্মচারী, রানাঘাটের বাসিন্দা সুদীপ্ত একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা