সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
আমার প্রিয় বইঃ মণির পাহাড়

পছন্দের বাংলা বই তো আমার অনেক আছে। তবে তার মধ্যে আমার খুব প্রিয় একটা বই হল 'মণির পাহাড়'। রুশ দেশের নানা জাতির খুব মজার মজার গল্প আছে এই বইটা তে। রাদুগা প্রকাশনার বই এইটা। সিভকা-বুরকা, গোল রুটি,ভাসিলের নাগ বিজয়, ঘাস কন্যা, ব্যাঙ রাজকুমারী আমার এতো ভালো লাগে যে আমি অনেকবার শুনেছি এই গল্পগুলো। এই বইটা আমাকে ২০২০-র নতুন বছরে অনুরাধা কাকীমা, কাকাই, আর আমার ভাই উপহার দিয়েছিলো। কী অদ্ভুত সব জাদুর গল্প আছে এইখানে, আর সব থেকে মজা লাগে যে, এক একটা কথা একটাই গল্পে অনেকবার বলেছে লোকেরা। শুনলে খুব হাসি পায়! 'মণির পাহাড়ে' খুব সুন্দর ছবি আছে গল্পের মাঝে। ছবি গুলো একদম অন্যরকম করে এঁকেছে। এই ধরণের ছবি আমি আগে কোথাও দেখিনি। শুধু ছবি নেই, অনেক ছড়া ও আছে মজার মজার। শুনেছি ওদের দেশে তো প্রচণ্ড ঠাণ্ডা পড়ে। লোকজন ওখানে কী খেয়ে বেঁচে থাকে, কেমন করে যুদ্ধ করে, আনন্দ হলে কিংবা কেউ বেড়াতে এলে, কোথাও বিয়ে হলে কী কী রান্না করে সব লেখা আছে এই বইতে। তবে ওরা দাদু দিদা দের সব সময় 'বুড়ো/বুড়ি' বলে ডাকে। এটা আমার কিন্তু একদম পছন্দ নয়।বইটা খুব ভাল, পড়ে দেখ তোমরা সবাই।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা