সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
কাজের ছেলেপ

'দাদখানি চাল, মুসুরির ডাল,
চিনি-পাতা দই,
দু'টা পাকা বেল, সরিষার তেল,
ডিমভরা কই।'

পথে হেঁটে চলি, মনে মনে বলি,
পাছে হয় ভুল;
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়,
ছিঁড়ে দেবে চুল।

'দাদখানি চাল, মুসুরির ডাল,
চিনি-পাতা দই,
দু'টা পাকা বেল, সরিষার তেল,
ডিমভরা কই।'

বাহবা বাহবা – ভোলা ভুতো হাবা
খেলিছে তো বেশ!
দেখিব খেলাতে, কে হারে কে জেতে,
কেনা হলে শেষ।

'দাদখানি চাল, মুসুরির ডাল,
চিনি-পাতা দই,
ডিম-ভরা বেল, দু'টা পাকা তেল,
সরিষার কই।'

ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে,
ঘোষেদের ননী;
আমি যদি পাই, তা হলে উড়াই
আকাশে এখনি!

'দাদখানি তেল, ডিম-ভরা বেল,
দুটা পাকা দই,
সরিষার চাল, চিনি-পাতা ডাল,
মুসুরির কই!'

এসেচি দোকানে-কিনি এই খানে,
যত কিছু পাই;
মা যাহা বলেছে, ঠিক মনে আছে,
তাতে ভুল নাই!

'দাদখানি বেল, মুসুরির তেল,
সরিষার কই,
চিনি-পাতা চাল, দুটা পাকা ডাল,
ডিম ভরা দই।'

ছড়াঃযোগীন্দ্রনাথ সরকার

ছবিঃ পিনাকী দত্ত

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা