সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

নীল-হলুদে মিলে মিশে তৈরি যে হয় সবুজ,
লাল রঙেতে নীল মিশালে বেগুনী রং হয়,
হলুদে আর লালে মিশে হয় কমলা রং
লাল-সাদাতে গোলাপি আর ধূসর সাদায়-কালোয়।

নানা রঙের মিলমিশেতে আঁকি ভালোর ছবি ।
নানা রঙের মিলমিশেতে ভাবি ভালোর ছবি ।।

নীল রঙেতে আমরা ভরাই সাগর, আকাশ, নদী
লাল রঙেতে আমরা আঁকি পলাশ, শিমূল ফুল,
সবুজ রঙে্র মাঠ-জঙ্গল, হলুদ সর্ষে ক্ষেত
মেটে-ধূসর পাহাড়ি পথ, গ্রাম-শহর-ইশকুল-

কল-কারখানা-জাহাজ-মোটর-রিকশা বা সাইকেল,
আলোর মালা, মাটির প্রদীপ, রংমশাল আর ফানুস,
মায়ের আঁচল, বাবার আদর, মিষ্টি খোকা-খুকু,
দেশবিদেশের সাদা-কালো-খয়েরি-রঙা মানুষ,

আমরা এমন ভালো ছবি আঁকতে ভালোবাসি।
আমরা এমন ভালো ছবি ভাবতে ভালোবাসি ।।

কিন্তু ওরা, ওই যে যারা যুদ্ধ যুদ্ধ খেলে-
নাইজেরিয়া, মিয়ানমার বা ইয়েমেন, সিরিয়ায়
লাল রঙেতে রক্ত আঁকে, সবুজে সৈনিক
হলুদ-কমলা-কালোর মিলে আগুন গোলা ছড়ায়,

বন্দুক আর গোলাগুলি, টর্পেডো -মিসাইল
আরোও যত অস্ত্রশস্ত্র আছে ভয়ঙ্কর,
সাদা-কালো দুঃস্বপ্ন ছড়ায় মনের কোণে,
ধ্বংস করে সাজানো ঘর, গ্রাম আর শহর।

ওরা এমন খারাপ ছবি তৈরি করতে থাকে।
ওরা এমন খারাপ ছবি ভেবেই যেতে থাকে।।

নীল রঙেতে আঁকতে পারো জল কিংবা বিষ
লাল রঙেতে গোলাপ কিংবা বিপদ আকস্মিক
হলুদ রঙে বন্ধুতা বা আগুন ভয়াবহ,
সবুজ রঙে গাছ, বা তীব্র রাসায়নিক।

ভাবো এবার কেমন ছবি আঁকতে তুমি চাও।
ভাবো এবার কেমন ছবি ভাবতে তুমি চাও।।


ছবিঃ মহাশ্বেতা রায়

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা