সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
আবার দেখ পূজো এল

আবার দেখ পূজো এল ঘটা করে
হিল্লি-দিল্লি যাচ্ছে সবাই ট্রেনে চড়ে ।

শহর জুড়ে রঙ্গিন মানুষ আলোর বাজার
পুজো মানেই টাকার খরচ লক্ষ হাজার ।

পুজোয় দেখ কত রকম খাবার দাবার
নেইকো ক্ষিদে তবুও সব খায় যে আবার ।

কলকাতারই এক পাড়াতে ঢাক বাজাতে
আমরা কজন এসছি চলে হাড়-হাভাতে ।

পুজোর সময় মোদের গ্রামে ভীষন খরা
পেটের টানে বেড়িয়ে পড়া,ক্ষেত যে মরা ।

অন্য কোথাও নদীর জলে বানভাসিরা
আসছে শহর কাজের খোঁজে গ্রামবাসীরা ।

বাবার সঙ্গে কাঁসি বাজাই ঢাক পারিনা
নেইকো আমার নতুন জুতো,প্যান্ট ও জামা ।

বছর বছর পূজো কাটে একইভাবে
ভাবনা থাকে নতুন জামা হবে কবে ।

সকাল থেকে রাত্রি শুধু হুকুম মানা
কেমন মজা দুর্গাপূজোয় যায় না জানা ।।


ছবিঃ পারিজাত ভট্টাচার্য

বর্তমানে একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সম্পাদনা বিভাগের সঙ্গে যুক্ত। একটা সময় বিভিন্ন পত্র-পত্রিকায় প্রবন্ধ ও ফিচার বিষয়ক লেখালিখি করেছেন। তবে সুসমীর ঘোষ নামে। গল্প ও ছোটদের জন্য লেখালিখির শুরু বেশিদিন নয়। ইতিমধ্যেই বিশিষ্ট পাক্ষিক,দৈনিক সহ বেশ কিছু লিটল ম্যাগাজিনে গল্প প্রকাশিত হয়েছে এবং দুটি বই ও প্রকাশিত হয়েছে।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা