সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

"প্রিয় গোল্টু,

কেমন আছিস ভাই ? অনেকদিন তোর সাথে কথা হয় না ৷ এবার তো রাখিবন্ধনে বাড়ি যাওয়া হচ্ছেনা , তাই ভাবলাম তোর সাথে চিঠির মাধ্যমে কথা বলি ৷ মনে আছে ভাই ,গতবার রাখিবন্ধনে টাবলুদা গিয়েছিল ? সেবার টাবলুদা একটা রকেট এনেছিল , ফ্রান্স থেকে ৷ আমার তো রকেটটা দেখে কত্ত পছন্দ হয়েছিল , কিন্তু টাবলুদা একবারও খেলতে দেয়নি ৷ আমার খুব রাগ হয়েছিল ৷ ভেবেছিলাম রকেটের মুন্ডিটা একটু থেঁতলে দি ৷ তবে মা সামনে ছিল বলে সেটা করার মতো বুকের পাটা ছিল না !

তারপর ভাই মনে আছে, পরদিন পাশের বাড়ির বাবলা মামাদের গৃহপ্রবেশে খিচুড়ি আর বেগুন ভাজা করেছিল ? আমি তো খেতে গিয়ে দেখলুম যে বেগুনের ভেতর থেকে একটা পোকা বেরিয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ! অনেকে ছিল বলে আমি চিৎকারটা দিতে পারিনি, কিন্তু বাকী খাবারটা মায়ের হাতেই খেয়েছিলাম, নিজের আর খেতে সাহস হয়নি... কী জানি খিচুড়ি থেকে আবার আরশোলা বেরিয়ে আসে নাকি !

ফেরার পথে নবদ্বীপ গিয়েছিলাম , সেখানে রমেশ দাদুর ইজিচেয়ারটা দেখে খুব বসতে লোভ হয়েছিল ৷ দাদু খুব ভালোমানুষ , আমি যখন চেয়ারে বসতে চেয়েছিলাম উনি কিচ্ছু বলেননি ৷ তবে আমি এমন দাপাদাপি, লাফালাফি শুরু করেছিলাম যে, সেটা দেখে বাবা আমাকে ঘাড় ধরে নামিয়ে দিয়েছিলেন ৷

জানিনা আবার কবে দেখা হবে ৷ তাই একটু কথা বলার জন্য তোকে চিঠিটা লিখলাম, আর একটা ছোট্ট রাখি পাঠালাম ৷ মন দিয়ে পড়াশুনো করবি ,তার সাথে একটু দুষ্টুমিও করিস ৷ একদম লক্ষীছেলে হতে হবেনা ৷

-ইতি
তোর অতিরিক্ত বিচ্ছু মিমিদিদি"

চিঠিটা লিখে যেইনা রাখিটা খামে ভরতে গেছি দেখি আমাদের বাড়ির কুকুর জেনী রাখিটা কামড়ে ,ছিঁড়ে কুটিকুটি করে দিয়েছে ! এত রাগ হয়েছিল আমার , দুপুরে আর ওটাকে খেতে দেইনি ৷



গল্প লিখেছেঃ
রুদ্রপ্রিয়া সেন
সপ্তম শ্রেণি, সেন্ট জুডস্ হাই স্কুল, মধ্যমগ্রাম, কলকাতা

গ্রাফিকঃমিতিল

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা