সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

'প্রথমে স্কুলের দিদিমনি এখন ইনি!' রুমকি মনে মনে বলল৷ মা ওকে বলেছে হাতের লেখা প্র্যাকটিস করতে, না হলে হ্যারি পটারের তৃতীয় খন্ড কিনে দেবেনা!

রেগে মেগে রুমকি বারান্দায় গিয়ে বসে৷ লোডশেডিং-এ চারপাশ অন্ধকার, জনপ্রাণী নেই৷ হঠাৎ মনে হলো ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে!

'এই কে রে?'

'রুনুবতী' ছায়াটা বললো৷

"দাদু তুমি এখানে!"

"অন্ধকারে বসে কী ভাবছো?"

"কিছু না দাদু, সকাল থেকে শুধু লেখাপড়া…এখন আবার হাতের লেখা!"

"মা বলেছে?"

" হ্যাঁ" , রুমকি বলে৷

" হাঃ হাঃ, তোমার মা নিজেও লিখতো।

রুনুবতী, একটা কথা বলো, মা বাবার খেয়াল রাখবে তো?"

"অবশ্যই দাদু!"

"আমি তবে আসি৷" বলে দাদু চট করে চলে গেলেন৷

রুমকি অবাক হয়ে ভাবলো তাহলে কী দাদুর স্বপ্ন দেখছিলো?

ঘরে ঢোকার পর দেখল ওর মা ফোন হাতে খুব কাঁদছে৷

" মা কী হলো?" রুমকি জিজ্ঞেস করলো৷

মা চোখের জল মুছে বললেন, "দাদু আর নেই৷ সবাই কে ছেড়ে দাদু অন্য এক দুনিয়ায়।"

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা