সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

শীতকাল মানেই যেমন কমলালেবু, রঙিন সোয়েটার আর উত্তুরে হাওয়া, তেমনই এই ঋতুর অঙ্গ হয়ে উঠছে নানাধরণের মেলা। ঠাণ্ডা ঠাণ্ডা আমেজে, আলতো রোদ গায়ে মেখে মেলায় ঘোরার মজাই আলাদা!

গত দুই সপ্তাহ ধরে কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে হয়ে গেল ২০১৪ সালের রাজ্য হস্তশিল্প মেলা। এই মেলায় যোগ দিয়েছিলেন সারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় সাড়ে তিন হাজার হস্তশিল্পী। মেলাপ্রাঙ্গনে বিভিন্ন জেলার সূদুর গ্রামগঞ্জ থেকে আসা বাংলার হস্তশিল্পীদের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে; কেনা যায় নানাধরণের হাতে তৈরি ছোট-বড় শিল্পসামগ্রী এবং নিত্যব্যবহার্য নানা জিনিষ।

ইচ্ছামতীর সাথে চাঁদের বুড়িও ঘুরতে গেছিল এই মেলায়। সাথে ছিল ইচ্ছামতীর বন্ধু চন্দ্রিমা। তার ক্যামেরায় ধরা পড়ল মেলার নানা ছবি।

 

 

আরে ! ইঁদুর দেখি ফুটবল খেলে গণেশ বাহিনীর সাথে
যাবে নাকি, অভিযানে??
পাটের তৈরি গর সাজানোর জিনিষ
দেখা মিলবে দূরপ্রান্ত থেকে আসা শিল্পীদের
দেখলেই জিভে জল - ফাইবারের তৈরি নানারকমের খাবার চেহারায় হার মানাবে আসল খাবারকে
দেখলেই জিভে জল - ফাইবারের তৈরি নানারকমের খাবার চেহারায় হার মানাবে আসল খাবারকে
কাঠের কাজে কিস্তিমাত !
রসনা তৃপ্তির সুযোগ দিতে মেদিনীপুরের গয়না বড়ি
মাদুর দিয়ে তৈরি নানা জিনিষ
পাটের তৈরি নিত্যব্যবহার্য্য জিনিষ
হরেক শিল্পীর আঁকা ছবি
বাঁশের তৈরি নানা শিল্পসামগ্রী
কাজে নিমগ্ন
কাজে নিমগ্ন -২
পোড়ামাটির কাজ
আদিবাসী ছবিতে ফ্যাশনদুরস্ত টি-শার্ট
ডোকরা শিল্পীদের তৈরি অলঙ্কার
নানারকমের ফলের বীজ দিয়ে তৈরি অলঙ্কার
পোড়ামাটির ঘোড়া - বাংলা হস্তশিল্পের আদি প্রতীক
কাঠের মুখোশের সম্ভার
পাটের তৈরি নিত্যব্যবহার্য্য জিনিষ-২
পোড়ামাটির পাত্রে আদিবাদী শিল্পের ছোঁয়া
বেতের তৈরি ল্যাম্পশেড
হরেক ধারা কাঠের তৈরি শিল্পসামগ্রী
পটচিত্রে গল্পগাথা
সৃষ্টিতে নিমগ্ন-২
সৃষ্টিতে নিমগ্ন -৩
শোলা ও কাগজের তৈরি কৃত্রিম ফুল -১
তুলির টান এখনও দৃঢ়
শোলা ও কাগজের তৈরি কৃত্রিম ফুল
ফাইবারের শিল্পসামগ্রী
পাটের পুতুল-১
পাটের পুতুল-২
পোড়ামাটির কাজ -১
পোড়ামাটির কাজ -২
প্যাপিয়ার ম্যাশের তৈরি শিল্পসামগ্রী
চন্দ্রিমা ঘোষ
চন্দ্রিমা কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করেছে। ভবিষ্যতে সে গ্রাফিক ডিজাইনার বা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হতে চায়। গল্পের বই পড়তে আর গান শুনতে ভালবাসে চন্দ্রিমা। পড়াশোনার ফাঁকে ফাঁকে ইচ্ছামতীকে রঙে -রেখায় সাজিয়ে তুলতে সাহায্য করছে । সাথে সাথে সম্পাদনার নানা কাজেও চাঁদের বুড়িকে সাহায্য করছে সে।

More articles from this author

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা