সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

স্কুলের ঘরটা আঁকলো টুসু
ছবির খাতা খুলে-
পুজো এখন দরজাতে তাই
মস্ত তালা ঝুলে !
খেলনা পুতুল তাইনা দেখে
গড়ায় হেসে – খুশি
তক্ষুনি লাফ চড়লো কোলে
বেড়ালছানা পুষি !
ঝলমলে রোদ উঠোন জুড়ে
শালিক পাখি নাচে ,
বলল - এসো আমরা দু'জন
চড়বো গাছে গাছে ।
ডাকছে হাওয়া – রঙিন ঘুড়ি
উড়বি নাকি চল-
মেঘের দেশটা দেখবি ঘুরে
কেমন মজা বল !
আকাশটা তোর বন্ধু হবে
চাঁদের দেশে যাবি,
বাজছে রে ঢাক, মুঠোয় আছে
সব-পেয়েছি চাবি !


ছবিঃ মহাশ্বেতা রায়

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা