সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
তবু তো ইলিশ

পাতে ছিল রুই তেলঝোল কই
ব্যঞ্জন বাটিবাটি
সব কিছু হল খুঁজি কোথা গেল
সরষে ইলিশ খাঁটি।

চেয়ে দেখ তুমি ইলিশের খামি
পড়লে পাতের পরে
ষোড়শোপচার লাগে তো আর
জিভ দিয়ে লালা ঝরে।

ইলিশের তেল ইলিশের ঝোল
ইলিশ ভাজার স্বাদ –
পোলাও কোর্মা কোপ্তা দোর্মা
দিতে পারি সব বাদ।

গঙ্গার জল নেই নির্মল
পদ্মা হল নিকেশ
দূষণে দূষণে যুগের শাসনে
কোলাঘাটে সব শেষ।

আগের সুবাস ভরে যেত শ্বাস
ইলিশ ঢুকলে ঘরে
ভাতের পাহাড় হয়ে যেত পার
শুধু ইলিশের জোরে।

এখন যা পাই স্মৃতি শুঁকে খাই
যা পাওয়া যায় ঘটে
নেই সে গন্ধ স্বাদেও মন্দ
তবু তো ইলিশ বটে!

সোদপুর, কলকাতার বাসিন্দা শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় ছোটদের এবং বড়দের জন্য বিভিন্ন পত্রিপত্রিকায় লেখেন। এছাড়াও তথ্য প্রযুক্তি এবং ভ্রমণ বিষয়ে ব্লগ লিখতে ভালবাসেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা