সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
পক্ষীরাজ বাহন চাই

মা দুগগার সিংহ বাহন
শিব-ঠাকুরের ষাঁড়,
নানা রকম বাহন দেখি
রয়েছে সব্বার।
ময়ূর চড়ে কার্ত্তিকদা
ঘুরছে দিকবিদিক,
হাঁসে চড়ে বিদ্যাদেবী
হাসছেন ফিকফিক।
পেঁচায় চড়ে লক্ষ্মী-ঠাকুর
যাবেন ঘরে ঘরে,
গণেশ ভায়া আস্তে সুস্তে
বেড়ান ইঁদুর চড়ে।
একটা বাহন আমারও চাই
ঘুরবো মজা করে,
নানান দেশে ঘোরার তরে
মন যে কেমন করে!
হাতি-ঘোড়া বাঘ-ভাল্লুক
চাই না আমার মোটে,
একটা যদি ডানাওয়ালা
পক্ষীরাজ জোটে!
বাহন আমার বাধ্য হবে
যা বলি তা শুনবে,
যখন আমি পড়ব পড়া
চুপটি করে রইবে।
পড়া শেষে দুইজনেতে
ছাদে উঠে যাব,
ঘাড়ের কেশর আঁচড়ে দিয়ে
ছোলা খেতে দেব।
তারপরে ওর পিঠে চেপে
লাগামখানা কষে,
বলব আমি, চল্ না উড়ে
নিরুদ্দেশের দেশে!

প্রাণীবিদ্যা নিয়ে পড়াশোনা; শিক্ষিকা হিসেবে কাজ বিভিন্ন স্কুলে। বর্তমানে একমাত্র নেশা বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা। 'উদ্বোধন' (রামকৃষ্ণ মিশনের একমাত্র সাংস্কৃতিক বাংলা মাসিক পত্রিকা) পত্রিকার 'চিরন্তনী' বিভাগের পুরাণ-কাহিনীর নিয়মিত লেখিকা । এছাড়াও রামকৃষ্ণ বেদান্ত মঠের অন্যান্য পত্রিকায় নিয়মিত লেখালিখি করেন এবং বই অনুবাদের সঙ্গে যুক্ত।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা