সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
নাতনি ও দাদুর কথা

দাদু বলে,"বল দেখি, নাতনি--
আকাশটা আসলে কি ?"
নাতনি বলে,"পাখি ওড়ে, পাখি ঘোরে --
আকাশকে পাখিদের মাঠ, বলে কি ?"

দাদু বলে."এই চোখে আমরা কিন্তু
বেশী দূর দেখি না,
আকাশ আসলে শূন্য--
কথা কিন্তু মেকি না !"

দাদু বলে,"বল দেখি
আকাশে লাল রঙ কোথা থেকে আসে ?"
নাতনি বলে,"জানি, বলেছে দিদুন,
সকাল সন্ধ্যায় সূর্য যখন হাসে !"

--"রাতে বল, কেন ওঠে চাঁদ ?"--
এবার নাতনি বলে,"বল দেখি, দাদু ?"
দাদু বলে,"নক্ষত্র ও গ্রহের ফের--
ভেবো না কোন জাদু !"

নাতনী বলে,"ভুল ভুল,
চাঁদ রাতের আলো, গরীবের ঘরে।"
দাদু হেসে ব"লে ওঠে,
"তাই বুঝি চাঁদ ওঠে তাহাদের তরে !"


ছবিঃ অর্কপ্রিয়া কোলে

তাপস কিরণ রায় অর্থশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। স্কুলে শিক্ষকতা করেন বেশ কিছু বছর। পরে আয়কর বিভাগে যোগদান করেন। বর্তমানে তিনি মধ্য প্রদেশের জবলপুর শহরে বাস করেন। তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালিখি করেন। ছোটদের এবং বড়দের জন্য লেখা তাঁর অনেকগুলি বই-ও প্রকাশিত হয়েছে।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা