সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
রামধনুর দেশে

রোদ্দুরের মধ্যে বৃষ্টি শুরু হলে বা বৃষ্টির মধ্যে রোদ্দুর উঠলে আকাশের এপার থেকে ওপার জুড়ে যে সাতরঙা রামধনু ওঠে সেই রামধনুর রাজ্যে যেতে ইচ্ছে করে তোমার? আইভি চট্টোপাধ্যায়ের গল্পের বই 'রামধনুর দেশে' যেন আমাদের সেই রামধনুর রাজ্যে নিয়ে গিয়ে হাজির করে।

ছোটোবেলায় পড়া রূপকথারা আমাদের সারাজীবনের স্মৃতিসঙ্গী। ছোট্ট পাঠকের ছোট্ট পৃথিবীর মধ্যে আছে কত শহর, কত গ্রাম, কত দেশ। নদী-পাহাড়-সমুদ্র। কতরকম মানুষ। গাছপালা-পশু-পাখি। বড়ো হয়ে ওঠার যাত্রাপথে যদি ছোটোবেলাটা সঙ্গী হয়ে থাকে, তাহলে অনেক সমস্যা, অনেক দুঃখ-কষ্ট, অনেক মনখারাপ চোখের পলকে কোথায় যেন হারিয়ে যায় আর মন রামধনুর সাত রঙে রঙিন হয়ে ওঠে।

দেবতাদের আর তাঁদের বাহনদের রোজের জীবনযাপন, মানুষিপনা নিয়ে মজার গল্প 'বাহন নিয়ে সাতকাহন'। বইয়ের প্রথম গল্প এটি। এ ছাড়াও তিতলি, তুতুল, বাঘু, মুনিয়াপাখি সবাই মিলে রামধনুর দেশের আকাশ বাতাস ভালো লাগায় ভরিয়ে তুলেছে । দুর্গাপুজোর মেলায় ছেলেধরার খপ্পরে পড়ার পর ঋষির কী হল, কে তাকে উদ্ধার করল? তা জানতে হলে পড়তে হবে অতনু গাঙ্গুলির সুন্দর প্রচ্ছদ আর অলংকরণে সেজে ওঠা বই 'রামধনুর দেশে'। কে বলতে পারে, এই গল্পগুলোর ডানায় চড়ে তুমিও পৌঁছে যেতে পারো সেই রূপকথার রাজ্যে!

রামধনুর দেশে/ আইভি চট্টোপাধ্যায়
পরম্পরা প্রকাশন
১২৫ টাকা

ইংরেজি সাহিত্যের ছাত্র অনমিত্র রায়ের পথ চলার সঙ্গী গানের সুর,ছবির রং আর চারপাশ ঘিরে থাকা চেনা-অচেনা মানুষজন, পশুপাখি, গাছপালা—বিচিত্র জীবনধারা। কলম দিয়ে ছবি আঁকেন বাইরের জগৎ, মনের জগৎ-- দুইয়েরই। কখনো কবিতায়, কখনো গদ্যে।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
undefined

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা