খেলাঘরখেলাঘর

বৃষ্টিদিনের ছড়া

বৃষ্টিদিনের ছড়া



আয় তবে এই বৃষ্টি মেখে এই ছড়াটাই ছড়িয়ে দিই।
রামধনুরঙ এই জামাটাই মেঘের গায়ে জড়িয়ে দিই ।।
জুঁই-চামেলির গন্ধ দিয়ে বাতাসটুকু ভরিয়ে দিই ।
ইলশেগুঁড়ির দুলগুলো ওই পরীর কানে পরিয়ে দিই।।

আয় তবে ওই বৃষ্টিমেঘের কাজল চোখে বুলিয়ে নিই।
মেঘমুলুকের প্রাসাদপুরীর বন্ধ দুয়ার খুলিয়ে নিই ।।
মনের গহীন দুঃখগুলো এইসুযোগে ভুলিয়ে নিই।
এ মনটাকে ভিজিয়ে নিয়ে আকাশ-কুসুম তুলিয়ে নিই।।



তন্ময় ধর
নতুন দিল্লী

 

জন্ম হুগলী জেলার কোন্নগর নবগ্রামে। বর্তমানে পেশাসূত্রে দেরাদুনে। পেশায় বিশ্বব্যাংকের বৈজ্ঞানিক উপদেষ্টা। কৈশোরের শেষ থেকে ছড়া-কবিতা লিখছেন বিভিন্ন মুদ্রিত কিশোর পত্রিকায় এবং পরে বিভিন্ন ওয়েব পত্রিকায়।