খেলাঘরখেলাঘর

বর্ষা

বর্ষা

কাটল গরম্‌ ,ঝমঝমিয়ে
বর্ষা এল, জুড়োয় প্রাণ
ভরল আকাশ কাজল মেঘে
ব্যাংবাবাজী ধরল গান।

খুকুমণির 'রেনি-ডে' আজ
জল থৈ থৈ গ্রাম শহর
কাগজ ছিঁড়ে বানায় খুকু
পাইরেট্‌স্‌-দের নৌবহর।

বর্ষা মানেই পাঁপড় ভাজা
রথের মেলা দেখতে যাওয়া,
জলকাদাতে প্যাচপেচে মাঠ
ধপধপাধপ আছাড় খাওয়া।

লোডশেডিং-এ সন্ধ্যেবেলা
দিদার ঘরে জমজমাটি,
আষাঢ়ে ভূত-গপ্পো শুনে
ছায়া দেখে দাঁত কপাটি!

জ্যোতির্ময় দালালের জন্ম ও পড়াশোনা কলকাতায়। ২০০৯ সাল থেকে আমেরিকার টেক্সাস প্রদেশে কলেজ ষ্টেশন শহরে 'টেক্সাস এ এন্ড এম' বিশ্ববিদ্যালয়ে ইণ্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডক্টরেট-এর ছাত্র। এর আগে আই আই টি খড়্গপুর থেকে এম টেক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বি ই ডিগ্রী লাভ। আই টি ইণ্ডাস্ট্রিতে বছর চারেক কোডিং করে করে তিতিবিরক্ত হয়ে সেক্টর ফাইভকে দুচ্ছাই বলে পি এইচ ডি করতে পলায়ন। লেখালিখি ছাড়া শখ ভ্রমণ ও ফোটোগ্রাফি চর্চা ।