খেলাঘরখেলাঘর

আজ আমি তোমাকে পৃথিবীর কয়েকটা অত্যাশ্চর্য ভূতাত্ত্বিক গঠনের সম্বন্ধে জানাবো | দুনিয়াতে কত রকমেরই না আজব আজব জিনিস দেখতে পাওয়া যায় | প্রকৃতি আমাদের দেখার জন্য  এতরকমের আশ্চর্যকর জিনিস তৈরি করেছে যার কল্পনাও করা মুশকিল | এমনি কয়েকটা ভূতাত্ত্বিক গঠনের কথা আজ তোমাকে আমি বলছি |

১. হুডু
সবচেয়ে প্রথম যে ভূতাত্ত্বিক গঠনের কথা তোমাকে আমি বলবো তা হচ্ছে হুডু | আফ্রিকা  এবং আমেরিকাতে কিছু জাদুবিদ্যা প্রচলিত আছে যাকে হুডু বলা হয় | এই ধরনের জাদুবিদ্যা যারা মানে তারা এক ধরনের লম্বা উঁচু কাঠের থাম বানায় যার ওপর অনেক রকমের নকশাকারী করা থাকে | এই সব কাঠের খুঁটিকেও হুডু বলা হয় | আমেরিকার কিছু জায়গায় এক ধরনের স্তরীয় শিলা আছে যা ক্ষয় হয়ে অনেকটা হুডুর মতো রূপ ধারণ করেছে | বিশেষ করে কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়নের কাছাকাছি বেশ কয়েক জায়গায় এই ধরনের হুডু দেখা যায় | এই আজব গঠনের জন্য প্রকৃতির ক্ষয় শক্তি দায়ী |
পাথর কনার মধ্যে যে সিমেন্ট থাকে, যা পাথরের কনাগুলিকে একসঙ্গে দ্রবীভূত করে রাখে, বৃষ্টির জল পাথরের মধ্যে চুঁইয়ে ঢুকে তা গুলিয়ে বার করে দেয় | ধীরে ধীরে এই সব পাথর ক্ষয় হয়ে হুডুর আকার ধারণ করে | নিচের ছবিগুলি দেখলেই তুমি বুঝতে পারবে এটা কিভাবে হচ্ছে |

হুডু
 
প্রথম ছবিঃ ক্ষয় হয়ে পাথর কেটে যাচ্ছে   
 
দ্বিতীয় ছবিঃ পাথর কেটে অনেকটা পাখনার মতো বেরিয়ে আছে   
 
তৃতীয় ছবিঃ আরো ক্ষয়জনিত কারণে হুডু তৈরী হয়েছে

ইন্দ্রনীল ভট্টাচার্য্যি ফলিত ভূতত্ব নিয়ে পড়াশোনা করেছেন। পেশায় ভূতাত্বিক হলেও আসল নেশা ফটোগ্রাফি এবং লেখালিখি। কাজের সূত্রে ঘুরে বেড়িয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তে, অস্ট্রেলিয়া এবং মঙ্গোলিয়ায়। ভূতাত্বিক হওয়ার সুবাদে প্রকৃতির নিত্য পরিবর্তনকে এবং ক্রিয়া-প্রক্রিয়াকে সহজে অনুভব এবং বিশ্লেষণ করেন।