খেলাঘরখেলাঘর

মজার পাতা

বলো তো দেখি কী –

১.  শরতের কাশফুল ফুটে থাকে বনে,
     দেখা তার পাওয়া যায় প্রথম বিহনে,
     তিনে মিলে সুনীল বর্ণে হয় প্রতিভাত
     বলো দেখি. কি নামেতে হয় পরিচিত?

 

২.  দস্যু এক ছিলো জানি সেই পুরা কালে,
     চারিবর্নে নাম তার জানে যে সকলে,
     সেই নামে পরিচিত মহা জলরাশি,       
     নাম বলো শুনে তাহা আনন্দেতে ভাসি।

     

৩. কর্ম তার অগ্র ভাগে দুইটি অক্ষরে,
    জীবন যাহাকে বলে, শেষ দু’ অক্ষরে,
    কিন্তু তিনটি হয় বর্ণ নামেতে যাহার
    ভেবে চিন্তে বলো দেখি, নাম কি তাহার?

  

৪. তাল পাবে শুরু আর শেষের অক্ষরে,
    প্রথম দুইটি নিলে মাথায় তা পরে,
    শেষের  তিনেতে কিন্তু পাবে অট্টালিকা,
    পাঁচটি অক্ষরে নাম ইতিহাসে লেখা ।

           

৫. ধাঁধা শক্ত নয়, নাম চার অক্ষরে জানি, 
     দ্বিতীয় তৃতীয়ে কিন্তু পরাজয় মানি, 
     মহাকাশে অবস্থান বিজ্ঞানেতে কহে,
     নক্ষত্রের মেলা দেখি বিশ্বের প্রবাহে।


   

ডঃ জি.সি.ভট্টাচার্য ভূগোল নিয়ে পড়াশোনা করার পরে অধ্যাপনা শুরু করেন। কর্মসূত্রে বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শখ নিজের দেশে ভ্রমন, লেখালিখি, বইপড়া ও নতুন বন্ধুদের সাথে পরিচয়। অনেক পত্র পত্রিকায়-প্রিন্ট ও ই-মাধ্যমে-গল্প, কবিতা,প্রবন্ধ বাংলা, হিন্দী ও ইংরাজিতে ছাপা / প্রকাশিত হয়েছে। ছোটদের জন্য কিছু লেখা –ধাঁধা, ছড়া, গল্প ভারতের ও বাংলাদেশের পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে থাকে।